Alada Alada Chords – খুব সহজ
Discover the soulful Bengali song “Alada Alada Chords by Anupam Roy,” featuring heart-touching chords. It was created by the talented Anupam Roy, who also composed the music for the movie ‘Ardhangini’ directed by Koushik Ganguli, centred around the theme of marriage. I am playing some fingerstyle patterns here for the song. This musical composition is set in the key of Em (E minor) and mixed with the E Harmonic Minor scale. Dive into the chord progression, including Em, B, C, E, Am, B7, and Am7, each beautifully illustrated in chord diagrams. Explore the musical essence of this song while grasping the guitar chords effortlessly.









Alada Alada(আলাদা আলাদা) Chords
Stumming:D.U|DUD|:D|D
Em…………………….B
আমি আবার ক্লান্ত পথচারী
C………………………….Em
এই কাঁটার মুকুট লাগে ভারী,
Em…………………………B
গেছে জীবন দুদিকে দু’জনারই
C………………………………. Em
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
E……………………….Am7………………B7
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ..
B…………………………C
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
A…………………….Em
কেমন যেন আলাদা আলাদা সব,
B………………………. C
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
A…………………….Em
কেমন যেন আলাদা আলাদা সব।।
D………..A…….G………Em
কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
D………..A……Em
অনেক নীচে জল,
D………….A…………..G….Em
সেখানে এক ফালি চাঁদ ভাসছে
D…….. A… Em
করছে টলমল।
Em…………… C
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
Am7……….. B7
বাঁচাতে পারি না।
B…………………………C
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
A…………………….Em
কেমন যেন আলাদা আলাদা সব,
B………………………. C
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
A…………………….Em
কেমন যেন আলাদা আলাদা সব।।
D……….A………G……… Em
কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
D…….A……. Em
কী এসেছি ফেলে?
D………..A………G…….Em
বরফে ঢেকেছে শয্যা আমার
D…….A…… Em
কখন অবহেলে?
Em…………C……………..
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
Am7………………B7
বুঝতে পারি না আর।
B…………………………C
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
A…………………….Em
কেমন যেন আলাদা আলাদা সব,
B………………………. C
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
A…………………….Em
কেমন যেন আলাদা আলাদা সব।।
Alada Alada Guitar Lesson